স্মার্ট ফোন দিয়ে পেনড্রাইভ লক করার উপায়

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।  আজকে আমি আমার এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে নিজের স্মার্ট ফোন দিয়ে আপনি আপনার পেনড্রাইভ টি লক করবেন।  অনেকেই হয়তো এই পদ্ধতিটি জানেন।  কিন্তু আমার এই পোস্টটি শুধু তাদের জন্য যারা এই পদ্ধতিটি জানেন না। তাহলে চলুন আলোচনা করা যাক কিভাবে আপনি আপনার পেনড্রাইভটি লক করবেন। 

 

পেনড্রাইভ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।  কারণ পেনড্রাইভে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সেভ করে রাখা হয়।  পেনড্রাইভে ফটো, ভিডিও, জরুরি ডেটা এবং সফটওয়্যার মজুদ করে রাখা হয়। পেনড্রাইভ আকারে ছোট হলেও এর গুরুত্ব বিশাল।  কিন্তু পেনড্রাইভ হারিয়ে গেলে খুবই বড় সমস্যার সম্মুখীন হতে হয়।  কারণ পেনড্রাইভে অনেকেরই গুরুত্বপূর্ণ তথ্য থাকে। অনেকেই পেনড্রাইভে নিজের অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট সেভ করে রাখেন।যেটার গোপনীয়তা বজায় রাখা খুবই জরুরী।তা না হলে যে কেউ আপনার পেনড্রাইভ টি ওপেন করে দেখে নিতে পারে যে এর মধ্যে কি আছে।  এই কারণে পেনড্রাইভ লক করে রাখা উচিত।  পেনড্রাইভে পাসওয়ার্ড এবং পিন দিয়ে সেটি লক করে রাখা সম্ভব।  কম্পিউটার এবং ল্যাপটপে খুব সহজেই  তা করা যায়।  কিন্তু অনেকেই জানেন না যে স্মার্টফোনের মাধ্যমে পেনড্রাইভ লক করা সম্ভব।  স্মার্টফোনে পেনড্রাইভ লক করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে।  এরপর কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে স্মার্ট ফোনটি লক করা যাবে পেনড্রাইভ।  এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।  স্মার্টফোনের মাধ্যমে পেনড্রাইভ লক করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে USB  Lockit-Password Lock USB Drive অ্যাপ ডাউনলোড করতে হবে।  এই অ্যাপ টিমাত্র ২ সেকেন্ডে পেনড্রাইভ লক করে। একবার পেনড্রাইভ লক করা হয়ে গেলে অন্য কেউ সেটি খুলতে পারবে না।  এর ফলে পেনড্রাইভে  রাখা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও সুরক্ষিত থাকবে। এবং আর কেউ সেটি ব্যবহার করতে বা দেখতে পারবে না।

 

 অ্যাপটি ব্যবহার করে পেনড্রাইভ লক করার ধাপগুলো জেনে নেওয়া যাক:

১. প্রথমেই আপনাকে USB  Lockit-Password Lock USB Drive অ্যাপটি মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে।

২. এরপর স্মার্ট ফোনে ওটিজি ক্যাবল কানেক্ট করতে হবে।

৩.তারপর ইউএসবি লক ইট  অ্যাপে পেনড্রাইভ এর উপর ক্লিক করতে হবে এবং ওকে অপশনে ক্লিক করতে হবে । 

৪.এবং পেনড্রাইভ লক করার জন্য অন্তত ছয়  অংকের পিন দিতে হবে। 

৫. এরপর ওকে ক্লিক করলেই পেনড্রাইভ লক হয়ে যাবে।

এভাবে আপনি আপনার পেনড্রাইভ টি লক করতে পারবেন ।

 

এবং আনলক করার জন্য কি করতে হবে চলুন সেটিও জেনে নেওয়া যাক। 

অ্যাপটি ব্যবহার করে পেনড্রাইভ আনলক করার  ধাপগুলো :

১.পেনড্রাইভ আনলক করার জন্য ইউএসবি লক অ্যাপ টি ব্যবহার করতে হবে । ওটিজি ক্যাবল কানেক্ট করে ইউএসবি লকেট অ্যাপ খুলতে হবে।

২. এরপর আনলক অপশনে ক্লিক করতে হবে।

৩. আনলক অপশনে ক্লিক করে ছয় অঙ্কের পিন এন্টার করতে হবে।

৪. এন্টার করা হয়ে গেলেই দেখবেন আপনার  পেনড্রাইভ টি আনলক হয়ে গেছে।

1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *