উইন্ডোজ-১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ২)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন কিছু জিনিস জানতে যাচ্ছি।আমাদের অজান্তেই ল্যাপটপ বা ডেক্সটপ ওপেন করার সাথে সাথেই কিছু প্রোগ্রাম চালু হয়ে যায় কিন্তু আমরা বুঝতেও পারি না, যার জন্য পিসি অনেকটা ধীরে কাজ করে। 

আমরা এখন জানবো কিভাবে আমরা অপ্রয়োজনীয় চালু হয়ে যাওয়া প্রোগ্রামগুলো কিভাবে Disable করে দিবো। 

(১)  প্রথমে Task ber এ গিয়ে মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে। 

(২)  তারপর Task manager এ একবার ক্লিক করবো। 

(৩) তারপর দেখবো একটা Box দেখা যাচ্ছে। 

(৪) তারপর এই বক্স এর উপরের দিকে আমরা Start up এ চলে যাবো। 

(৫) এখন এখানে আমরা দেখবো ভালো করে কোন প্রোগ্রাম টি আমাদের এখন দরকার নেই বা চালু রাখার দরকার নেই, সেই প্রোগ্রাম টি তে গিয়ে Enabled এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করবো। 

(৬) তারপর দেখবো Disable অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করে দিলেই প্রোগ্রাম টি বন্ধ হয়ে যাবে। 

[ আমরা এই কাজটি প্রতি মাসে একবার করে করতে পারি ]

Feature Defragment and optimize ব্যবহার  করার মাধ্যমে আমরা পিসি কিছুটা ফাস্ট করতে পারি। 

(১) প্রথমে Start menu এর Search option এ যেতে হবে। 

(২) তারপর সেখানে Defrag লিখতে হবে। 

(৩) তারপর Defragment and Optimise Drives এ একবার ক্লিক করতে হবে। 

(৪) তারপর আমরা একটি বক্স দেখতে পারবো। 

(৫) তারপর  Folder /Drive সিলেক্ট করবো প্রথমে ।

(৬) তারপর optimise এ ক্লিক করবো। 

(৭) এক এক করে সবগুলো optimise করা শেষ হলে close করে দিবো। 

( এই কাজটি আমরা মাঝে মাঝেই করতে পারি তাহলে পিসি একটু হলেও ফাস্ট হবে)  

আরো একটি কাজ আমরা পিসি ওপেন করার সাথে সাথে করি সেটি হলো পিসিতে ফাঁকা যায়গার কারসার রেখে Right button ক্লিক করি। তারপর Refresh এ ক্লিক করি, এটিও আমাদের পিসি অনেকটা ফাস্ট রাখে।   

আশা করি কারো বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

2
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

One thought on “উইন্ডোজ-১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *