টাইপিং হবে এবার মুখের কথায়
আসসালামুআলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। সেটি হলো আমরা অনেকেই দ্রুত টাইপ করতে পারিনা কিংবা একটি ভাষায় টাইপ করতে পারলেও অন্য ভাষায় ভালো টাইপ করতে পারিনা। এছাড়াও অনেক সময় অনেক বেশি পরিমাণে লেখার প্রয়োজন হতে পারে। যাদের টাইপিং স্পিড খুব কম তাদের জন্য এটা খুবই বিরক্তিকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। শুধুমাত্র তাদের জন্য আজকের এই টিপসটি।
আজকে আমি যে পদ্ধতিটি শেয়ার করব এর মাধ্যমে আপনারা শুধু মুখে কথা বলবেন আর অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে লেখা। এবং খুব দ্রুত টাইপ হয়ে যাবে। এটি হতে পারে বাংলা, ইংরেজী, আরবী অথবা যেকোন ভাষা।
1. এর জন্য আপনাকে প্রথমে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে।
2. তারপর গুগল একাউন্টে লগইন করতে হবে। গুগোল একাউন্ট না থাকলে একটি একাউন্ট করে নিবেন।
3. তারপর গুগোল ডকের এই ঠিকানায় যান।
https://docs.google.com/
4. একটি নতুন ডকুমেন্ট নিয়ে শুরু করুন।
5. টুলস এ ক্লিক করুন
6. তারপর ভয়েস টাইপিং এ ক্লিক করুন
7. এরপর মাইক্রোফোনের একটি চিহ্ন আসবে।
8. সেখানে ভাষা সিলেক্ট করার অপশন আসবে। আপনার ইচ্ছামত আপনি যে ভাষায় কথা বলে লেখা টাইপ করতে চান সেই ভাষা সিলেক্ট করে দিন।
9. এখন মাইক্রোফোনের চিহ্নটি তে ক্লিক করুন তারপর যা লিখতে চান তা বলা শুরু করে দিন।
তারপর দেখুন ম্যাজিক কত দ্রুত টাইপিং হয়। যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে আপনি যত দ্রুত কথা বলতে পারবেন তত দ্রুতই টাইপিং হবে।
এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। সেটি হল ভয়েস টাইপিং এ এখনো যতি বা ছেদ চিহ্ন গুলো সঠিকভাবে সকল ভাষায় দেয়া সম্ভব হয় না। ইংরেজিতে কিছু পাংচুয়েশন মার্কস ভয়েস টাইপিং এর মাধ্যমে দেয়া সম্ভব তবে তা সঠিকভাবে ভয়েস টাইপিং এ সব সময় কার্যকর হয় না। তাই ভয়েজ টাইপিং শেষে একটু কষ্ট করে যতি বা ছেদ চিহ্ন গুলো দিয়ে নিতে হবে।
টিপসটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
Thanks for your important post . It is helpful for type quickly and very easy process.
Thank you…
Thanks for your information