টিউটর পোস্ট এর নীতিমালা
প্রত্যেক টিউটরকে অবশ্যই নিম্নোক্ত নীতিমালা মেনে পোস্ট করতে হবে। অন্যথায় পোস্ট এপ্রুভ হবে না।
1. টিউটরগণের পোস্ট অবশ্যই শিক্ষনীয়/ ভিজিটরদের জন্য উপকার হবে এমন হতে হবে।
2. আমাদের ওয়েবসাইটে বিদ্যমান যেকোনো ক্যাটাগরি নিয়ে টিউটরগণ পোস্ট করতে পারবেন।
3. সম্পূর্ণ নিজ হাতে লেখা পোস্ট হতে হবে। কোন ওয়েবসাইট বা পত্রপত্রিকা থেকে কপি করা যাবে না। তবে যেকোনো পত্র-পত্রিকা বা অনলাইন থেকে কোন বিষয়ের উপর জ্ঞান নিয়ে তা সম্পূর্ণ নিজের ভাষায় লিখে পোস্ট করা যাবে।
4. যেকোন পোস্টে ছবি যুক্ত করতে হলে সে ছবি অবশ্যই নিজের মোবাইলে/ক্যামেরায় তোলা ছবি হতে হবে অথবা নিজের মোবাইল ফোন থেকে নেয়া স্কিনশট হতে হবে। কোনভাবেই অনলাইন থেকে ডাউনলোড করা ছবি ব্যবহার করা যাবে না।
5. পোস্ট বিষয়ভিত্তিক ভাবে ছোট/দীর্ঘায়িত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোন পোস্ট যেন ১৫০ শব্দের নিচে না হয়।
6. ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোন টিউটর তার পোস্টে বহিরাগত কোন ওয়েবসাইটের লিংক(রেফারেল লিংক) পোস্ট করতে পারবেন না। তবে ভিজিটরদের কল্যাণে যেকোনো প্রয়োজনীয় ওয়েবসাইট এর লিঙ্ক তার পোস্টে সংযুক্ত করতে পারবেন।
7. কোন ধরনের এডাল্ট কনটেন্ট/পর্নোগ্রাফি নিয়ে পোস্ট করা যাবে না।
8. আক্রমণাত্মকভাবে কাউকে ইঙ্গিত করে কোন পোস্ট লেখা যাবে না।
9. কোন টিউটরকে আমাদের ওয়েব সাইটের যে কোন প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে আমাদের এডমিন গণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
বিশেষ দ্রষ্টব্য: উক্ত নীতিমালা যেকোনো সময় পরিবর্তন/সংশোধন করার অধিকার UPDATEBD24 রাখে।
ধন্যবাদ