UPDATEBD24 এ পোস্ট করার নিয়ম
যারা একেবারে নতুন তাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে পোস্ট করার নিয়ম বলে দেওয়া হলো। যেহেতু আমাদের ওয়েবসাইটের বেশির ভাগ ব্যবহারকারী মোবাইল ফোন ব্যবহার করেন, তাই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনশট ব্যবহার করা হলো।
১. নিজের টিউটর ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে login করতে হবে।
২. তারপর Write Post ক্লিক করলে পোস্ট লেখার অপশন আসবে।
৩. টাইটেল এর বক্সে পোষ্টের জন্য একটি সুন্দর টাইটেল দিতে হবে।
৪. তারপর নিচের বক্সে বিস্তারিত লিখতে হবে। প্রয়োজনে বক্তব্য সুন্দর ভাবে বোঝানোর জন্য ছবি ব্যবহার করতে হবে।
৫. তারপর ডান পাশের অপশন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। পোস্ট যদি একাধিক ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয় তাহলে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
৬. তারপর ডান পাশের অপশন থেকে পোষ্টের সাথে সম্পর্কিত একটি ফিচার ইমেজ এড করতে হবে। সেরকম কোন ইমেজ না থাকলে Media library থেকে UPDATEBD24 এর (UPDATEBD24 POST এর জলছাপ যুক্ত) ডিফল্ট ইমেজ ব্যবহার করতে হবে।
7. সবশেষে সবকিছু ঠিক থাকলে পোস্ট পাবলিশ করে দিতে হবে।
এরপর আমাদের এডমিনগণ পোস্টটি রিভিউ করবেন। পোস্ট এর মান ভাল হলে পোস্ট টি আমাদের ওয়েবসাইটে পাবলিশ হবে।
thank you kindly
Good post