উইন্ডোজ -১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ৪)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন কিছু জিনিস শিখতে যাচ্ছি।আমরা কিছু ছোট ছোট  সহজ কাজ করার মাধ্যমে কিভাবে আমাদের ডেক্সটপ বা ল্যাপটপ এর কাজ করার গতি দ্রুত রাখবো তা আমরা শিখবো।

(১) PC এর মেমোরি ক্লিন রাখার মাধ্যমে আমরা উইন্ডোজ ১০ এর গতি দ্রুত করবো।

প্রথমে আমাদের This PC তে দুবার ক্লিক করতে হবে।

তারপর Local disk C তে মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে।

তারপর Properties এ একবার ক্লিক  করতে হবে।

তারপর Disk cleanup   এ একবার ক্লিক করতে হবে।

তারপর Ok তে ক্লিক  করতে হবে।

তারপর Delete files  এ ক্লিক করতে হবে। 

এটা করে আমাদের অপ্রয়োজনীয় file গুলো ডিলেট হয়ে যাবে আর তারপর সবগুলো ট্যাব ক্লোজ করে দিবো।এই কাজটি আমরা মাঝে মাঝেই করতে পারি। 

(২) আমরা  Mouse hover time এবং menu show delay time এই দুটো দ্রুত করার মাধ্যমে উইন্ডোজ ১০ দ্রুত রাখতে পারি।

প্রথমে কিবোর্ড থেকে (Windows button +R)  একসাথে ক্লিক করতে হবে।

তারপর নীচে একটি ছোট বক্স আসবে ওখানে regedit লিখে ok করে দিতে হবে। 

তারপর একটা ট্যাব আসবে  yes করে দিতে হবে এখানে। 

তারপর একটি বক্স আাসবে এখান থেকে HKEY_CURRENT_USER এর ডিসক্লোজার এন্গেল এ ক্লিক  করতে হবে। 

তারপর Control panel এর ডিসক্লোজার এন্গেল এ ক্লিক করতে হবে।

তারপর  Desktop এ একবার ক্লিক করতে হবে।

তারপর Menu show delay time এ দুবার ক্লিক করতে হবে।

একটি বক্স আসবে সেখানে value data ১০ লিখে দিতে হবে।তারপর Ok করে দিবো।

তারপর Mouse এ একবার ক্লিক করতে হবে।

Mouse hover time এ দুবার ক্লিক  করতে হবে। 

তারপর একটি বক্স আসবে সেখানে Value data ১০ করে ok করে দিবো। 

তারপর ট্যাবটি ক্লোজ করে দিবো।সাধারণত নতুন উইন্ডোজ  দেওয়ার পর এই কাজটি একবার করলেই হবে। 

(৩) আমরা Visual effect  Best performance এর জন্য সিলেক্ট করে উইন্ডোজ-১০ এর গতি বাড়াতে পারি। 

প্রথমে This pc তে মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে। 

তারপর Properties এ একবার ক্লিক করতে হবে।

তারপর Advance system Settings এ একবার ক্লিক করতে হবে। 

তারপর একটি বক্স আসবে,এখান থেকে Advancd ট্যাব এ যেতে হবে।

তারপর Settings এ একবার ক্লিক করতে হবে। 

 তারপর Adjust for best performance সিলেক্ট করে দিতে হবে। 

তারপর Apply এ ক্লিক করে ok করে দিতে হবে। 

তারপর সব ট্যাবগুলো ক্লোজ করে দিতে হবে। 

(৪)যেই Application গুলো বা  Apps গুলো আমাদের দরকার নেই সেগুলো uninstall  করার মাধ্যমে আমরা উইন্ডোজ -১০ এর গতি বাড়াতে পারি। 

প্রথমে আমাদের Control panel এ ডাবল ক্লিক  করতে হবে। 

তারপর View by Category দিতে হবে। 

এরপর uninstall a program এ ক্লিক করতে হবে। 

এখান থেকে যেই প্রোগ্রামটি আমরা Uninstall করতে চাই সেটি সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর uninstall অপশন আসবে। সেটার উপর ক্লিক করে দিতে হবে৷ 

তারপর yes করে দিলেই uninstall  হয়ে যাবে। 

(৫) আমরা windows security features ব্যবহার করার মাধ্যমে উইন্ডোজ ১০ দ্রুত রাখতে পারি। 

প্রথমে Start menu তে ক্লিক করতে হবে। 

তারপর Settings এ ক্লিক করতে হবে।

তারপর update & security তে ক্লিক করতে হবে। 

তারপর Windows security তে যেতে হবে। 

তারপর virus & threat protection এ ক্লিক করতে হবে। 

তারপর scan option এ যেতে হবে।

তারপর full scan সিলেক্ট করতে হবে। 

তারপর scan now এ ক্লিক করতে হবে। 

স্কেন শেষ হওয়া পর্যন্ত  অপেক্ষা করতে হবে।

আশা করি কারো বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। 

আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

5
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

One thought on “উইন্ডোজ -১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *