বেসিক ইলাস্ট্রেটর এর কাজ (পর্ব ৮)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নতুন কিছু টুল নিয়ে।

প্রথমে আমরা দেখবো Curvature tool এর কাজ।

(১) আমরা প্রথমে একটা চতুর্ভুজ নিবো / ষড়ভুজ  নিবো। 

(২)  তারপর Curvature tool এ ক্লিক করে টুল টি নিবো তারপর, এখন যদি আমরা এই টুল দিয়ে চতুর্ভুজ/ ষড়ভুজ এর করনার ধরে বাইরের দিকে টান দেই তাহলে বাইরের দিকে কার্ভ হবে। 

(৩) আমরা যদি ভিতরের দিকে টানি কার্ভ ভিতরের দিকে হবে। অনেকটা নিচের ছবির মতো। 

(৪) আবার আমরা শুধু Curvature tool নিয়েও আর্টবোর্ডে কার্ভ আকঁতে পারি ইচ্ছেমতো। 

এবার আমরা আলোচনা করবো Line Segment tool নিয়ে।

(১) প্রথমে আমরা line segment tool এ রাইট বাটন ক্লিক করলে এর ভিতরে আরো কিছু টুল দেখতে পারবো। এর ভিতরে (Line segment tool, Arc tool, Spiral tool, Rectangle Grid tool, Polar grid tool) .

(২)  Line segment tool নিয়ে আমরা সোজা লাইন নিতে পারবো। ঠিক নীচের ছবির মতো। 

(৩)  এবার আমরা Arc tool নিয়ে আর্ক নিতে পারবো যেখানে ইচ্ছা। 

(৪)  এবার আমরা (Spiral tool)  নিয়ে আকঁলে টিক নিচের ছবির মতো হবে। 

(৫)  তারপর ( Rectanglular grid tool)  নিয়ে কাজ করলে ঠিক এমনটা হবে। 

(৬) আর যদি আমরা (polar grid tool)  নিয়ে কাজ করি তাহলে এমন একটা শেপ আসবে। 

এই টুল গুলো আমরা বিভিন্ন  প্রয়োজনে বিভিন্ন সময় ব্যবহার করতে পারি। 

আমরা এবার আলোচনা করবো ( Paintbrush tool / Blob Brush tool)  নিয়ে।

(১) আমরা পেইন্ট ব্রাশ টুল নিয়ে নীচের ছবির মতো যা ইচ্ছে আঁকতে পারি কিন্তু কুব বেশি পারফেক্ট হবে না। 

(২) আমরা (Blob brush)  টুল নিয়েও ইচ্চেমতো আঁকতে পারি।

(৩) নিচের ছবিতে আমরা একটা জিনিস খেয়াল করি যখন আমরা Paint brush tool নিয়ে কাজ করবো লাইন গুলো যেমন  হবে আর যখন Blod brush tool নিয়ে কাজ করবো লাইন গুলো অনেকটা একইরকম  হবে। অর্থাৎ এই দুটি টুল এর মধ্যে যেকোন একটি নিয়ে আমরা কাজ করতে পারি ৷   বিবিন্ন সময় প্রয়োজন হলে আমরা এই টুল ব্যবহার করবো ।

আশা করি কারো বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

0
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

One thought on “বেসিক ইলাস্ট্রেটর এর কাজ (পর্ব ৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *