জেনে নিন আপনার NID দিয়ে কতটি সিম কেনা আছে

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ট্রিক নিয়ে হাজির হলাম। সেটি হলো আমরা আজকে জানবো আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতটি সিম উত্তোলন করা আছে।  এটি জানা আমাদের জন্য খুবই জরুরী, কারণ বর্তমান সরকারি নির্দেশনা অনুসারে একটি ন্যাশনাল আইডি দিয়ে 15 টির বেশী সিম ক্রয় করার করা যাবে না। যারা এ বিষয়ে আগে থেকেই জানেন তারা সহজেই এই পোস্টটি অ্যাভয়েড করতে পারেন। কারণ আজকে আমরা খুব সাধারণ উপায়ে এটি জানবো।

পদ্ধতি-১ঃ
১. আপনার ফোনের ডায়াল প্যাডে যান।
২. *16001# প্রেস করে ডায়াল করুন।
৩. যখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের শেষ চার ডিজিট চাবে তখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের শেষ 4 ডিজিট প্রবেশ করান।
৪. সাবমিট করুন।
কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি রিপ্লেই মেসেজ আসবে। সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কতটি সিম উত্তোলন করা আছে তার বিস্তারিত জানতে পারবেন।

পদ্ধতি-২ঃ
১. আপনার ফোনের ম্যাসেজ অপশনে যান।
২. টেক্সট বক্সে আপনার এনআইডি কার্ডের শেষ 4 ডিজিট টাইপ করুন।
৩. পাঠিয়ে দিন 16001 এ
কিছুক্ষণের মধ্যে রিপ্লাই মেসেজে বিস্তারিত জানতে পারবেন।

এই ছোট্ট টিপস টি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।

6
0

MD. MORSALIN MIA

Founder of UPDATEBD24. Our goal is to advance the people who are lagging behind in science and modern life.

One thought on “জেনে নিন আপনার NID দিয়ে কতটি সিম কেনা আছে

  • October 2, 2020 at 11:20 am
    Permalink

    Thanks for this important information .

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *