উইন্ডোজ-১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ৩)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নতুন কিছু জিনিস জানতে যাচ্ছি।

আমরা আমাদের ডেক্সটপ বা ল্যাবটপ এ সারাদিন অনেক কাজ করতে থাকি।  এই অনেক কাজ করার কারনে Temporary অনেক File ল্যবটপ এর ভিতরে জমা হয়ে যায়।  যার ফলে আমাদের পিসি স্লো হয়।  আমরা এসব Temporary  File ডিলেট করে দেওয়ার মাধ্যমে পিসি কে ফাস্ট রাখতে পারি। 

আমরা Temporary File গুলো যেভাবে ডিলেট করবো। 

(১) প্রথমে কিবোর্ড থেকে Windows button এবং R একসাথে চেপে ধরবো। 

(২) তারপর দেখবো পিসি এর বামে নীচের দিকে একটা বক্স এসেছে। 

(৩) বক্স এর ভিতরে আমরা  temp লিখবো। 

(৪) তারপর ok করে দিবো। 

(৫) তারপর খেয়াল করবো পিসি তে অনেক ফাইল এসেছে ।

(৬)  এইসব ফাইল গুলো কিবোর্ড থেকে ( Ctrl এবং A) একসাথে প্রেস করার মাধ্যমে সিলক্ট করবো। 

(৭) তারপর ( Shift এবং Delete)  বাটন একসাথে প্রেস করবো। তারপর Yes করবো।

(৮) তারপর Continue দিবো।   সব অদরকারী Temporary File ডিলেট হয়ে যাবে। 

(৮)   আর  যেসব ডিলেট হবে না জোর করে ডিলেট করার দরকার নেই। Do this for all current item এ টিক দিয়ে Skip দিয়ে দিবো।

(৯) তারপর ফোল্ডারটি Close করে দিবো।

আবার ঠিক একইভাবে একসাথে  Windows এবং R  বাটন ক্লিক করবো নীচে ছোট বক্সটি আসবে। 

(১) এবার লিখবো %temp%  তারপর ok করে দিবো। 

(২) তারপর আমরা  অনেকগুলো ফাইল দেখতে পারবো, এগুলো (Ctrl এবং A) দিয়ে সিলেক্ট করবো তারপর ( Shift এবং Delete)  একসাথে চেপে ডিলেট দিবো। 

(৩) Continue/yes আসলে করে দিবো আর ডিলেট না হলে ঠিক আগের মতো Skip করে দিবো,যেসব ডিলেট হতে চাইবে না জোর করে ডিলেট করার দরকার নেই । 

(৪) তারপর পেজ টি  Close করে দিবো। 

আবার একইভাবে [Windows এবং R ] বাটন ক্লিক করবো। একটি বক্স আসবে। 

(১) প্রথমে বক্স এ  prefetch লিখবো তারপর ok দিবো। 

(২) তারপর একটি বক্স আসবে Continue করে দিবো। 

(৩) তারপর যে ফাইল গুলো আসবে সবগুলো (Ctrl এবং A) দিয়ে সিলেক্ট করবো (Shift এবং Delete)  প্রেস করে ডিলেট করে দিবো, তারপর Yes করে দিবো ।

(৪) তার যেই ফাইলগুলো ডিলেট হতে চাইবে না সেগুলো Skip করে দিবো তারপর পেজটি ক্লোজ করে দিবো।  

এভাবে আমাদের পিসি অনেকটা Clean হবে এবং দ্রুত কাজ করবে।    আশা করি কারো বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। 

আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

3
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

One thought on “উইন্ডোজ-১০ এর গতি বাড়ান খুব সহজেই (পর্ব ৩)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *