বেসিক ইলাস্ট্রেটর এর কাজ(পর্ব ৬)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।গতপর্বে আমরা পেন টুল,এড এংকর পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। 

আজকে আমরা (Delete Anchor point, Anchor point)  tool নিয়ে আলোচনা করবো।

(1) আমরা প্রথমেই একটা চতুর্ভুজ নেই। চতুর্ভুজে আমরা ৪ টি এংকর পয়েন্ট দেখতে পারতেছি। 

 (2) আমরা এক এক করে এংকর পয়েন্ট ডিলেট করে দেখি কি হয়। আমরা একটি এংকর পয়েন্ট ডিলেট করার পরের অবস্থা। 

(3) দুইটা এংকর পয়েন্ট ডিলেট করার পরের অবস্থা। এটি চতুর্ভুজ থেকে লাইন হয়ে গেছে।

(4) এবার একটি ষড়ভুজ নিলাম। এখানেও চারটি এংকর পয়েন্টে রয়েছে।

(5) এবার আমরা দুটি এংকর পয়েন্ট ডিলেট করবো।প্রথমে একটি। 

(6) তারপর আরেকটি, এটি আর ষড়ভুজ নেই। এবাবে আমরা খুব সহজেই একটি থেকে আারেকটি জিনিস তৈরী করতে পারি । 

(7) এবার একটি চতুর্ভুজ নিয়ে Anchor point tool নিয়ে কাজ করি।

(8) এংকর পয়েন্ট টুল দিয়ে সাধারনত কারভ করতে পারবো যেদিকে ইচ্ছা। আমরা উপরের লাইন টা ধরে টান দেই নীচের ছবির মতো হবে ঠিক।

(9) চতুর্ভুজ এর উপরের লাইন ধরে নীচের দিকে টান দেই। এমন হবে ঠিক। এভাবে যেকোনো পার্শে কার্ভ করতে পারবো আমরা।

আমরা এখন আলোচনা করবো পেইন্ট ব্রাশ টুল  ( Paintbrush tool)

(1) এই পেইন্ট ব্রাশ টুল এর ভিতরে আমরা আরেকটি টুল দেখতে পারছি সেটি হলো (Blob Brush tool) 

(2) প্রথমে আমরা একটি পেইন্ট ব্রাশ টুল নিয়ে কিছু আঁকার চেষ্ঠা করি। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা ঠিক ছোটবেলায় যেমন ঘর আকতাম ঠিক তেমনটাই হয়েছে। আপনারা একটু আস্তে আস্তে ধৈর্য ধরে আঁকলে অনেকটা পারফেক্ট হবে।আর আমরা এখানে স্টোক কালার বা ফিল্ড কালার দুটোই ব্যবহার করতে পারি। আমি শুধু এখানে স্টোক কালার দিয়েছি। 

(3) এবার আমরা বোল্ব ব্রাশ টুল নিবো কিছু আকার চেষ্ঠা করবো।  এখানে আমরা একটা গাছ আাকার চেষ্ঠা করেছি। 

আসলে আমরা দুটো টুল ই প্রায় পেনসিল এর মতো আমরা ব্যাবহার করতে পারি।আর যদি আমরা একটু পারফেক্ট আঁকতে পারি আরো সুন্দর হবে আশা করা যায়।আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোন সমস্যা থাকলে বলবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো। পরবর্তিতে আরো নতুন কিছু দেখানো হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।

0
0
Fozia Sayda

Fozia Sayda

আসসালামুআলাইকুম, আমাদের ওয়েবসাইট এ আপনাকে স্বাগতম। আমি অনার্স তত্বীয় বর্ষের একজন ছাত্রী। আমি মনে করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের অনেক কিছুই শেখার আছে । আমরা আমাদের আশে পাশে থেকে অনেক বিষয়ে জানতে পারি। অবসর সময়গুলো নষ্ট না করে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আমরা আমাদের ওয়েবসাইট এ আপনাদের সহজভাবে কিছু জিনিস শিখানো বা জানানোর চেষ্ঠা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।

One thought on “বেসিক ইলাস্ট্রেটর এর কাজ(পর্ব ৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *