সহজভাবে জেনে নিন বেসিক ইলাস্ট্রেটর এর কাজ(পর্ব ১)
আসসালামুআলাইকুম, আমরা শিখতে যাচ্ছি বেসিক ইলাস্ট্রেটর এর কাজ। প্রথমে ল্যাপটপ এ ইলাস্ট্রেটর ইন্সটল থাকতে হবে আর না থাকলে নেট থেকে নামিয়ে নিতে হবে, আর তাও যদি কারো সমস্যা থাকে কমেন্ট করবেন আমি লিংক দিয়ে দিবো।
- প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলে আমরা যে ইন্টারফেস টা দেখতে পারবো নীচের পিক এ দেওয়া আছে।

2. তারপর ওপেন হয়ে যাওয়ার পর আমরা দিত্বীয় ইন্টারফেস টা দেখতে পারবো এখানে আমরা ( Create) এ ক্লিক করার মাধ্যমে নতুন ডকুমেন্ট তৈরী করতে পারি আাবার উপরে File থেকে New এ গিয়েও নতুন ডকুমেন্ট তৈরী করতে পারি।


3. তারপর ( Untitled1) তুলে দিয়ে ফাইল এর নাম ইচ্ছা মতো লিখে দিতে পারি।

4. তারপর আমরা ডকুমেন্ট এর সাইজ (Hight, Width) লিখে দিতে পারি।

5. ( Bleed) অপশন থেকে আমরা ইচ্ছামতো চারপাশে ব্লিড দিয়ে নিতে পারবো।

6. (Advanced option) থেকে আমরা Color mode, Raster effect, Preview mode সিলেক্ট করে দিতে পারবো।

7. তারপর ( Create) এ ক্লিক করলে নতুন ডকুমেন্ট তৈরী হয়ে যাবে।

